kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

দালাই লামা হত্যা চক্রান্ত: গ্রেপ্তার ১

কালের কণ্ঠ অনলাইন   

২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০৯:৩৩ | পড়া যাবে ১ মিনিটেদালাই লামা হত্যা চক্রান্ত: গ্রেপ্তার ১

জেএমবি জঙ্গি নূর আলম

তিব্বতের ধর্মগুরু দালাই লামাকে হত্যার চক্রান্তে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নূর আলম।

পুলিশ জানায়, নূর আলম সন্দেহভাজন জেএমবি জঙ্গি। তার বাড়ি বাংলাদেশের খুলনায়। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শহরের কামাত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোট পাঁচজন সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করেছে এসটিএফ। নূর আলমকে শুক্রবারই কলকাতার নগর দায়রা আদালতে তোলা হয়।

গ্রেপ্তার পাঁচ জঙ্গি হলেন শেখ জামিরুল, শেখ পয়গম্বর, শিস মহম্মদ, আহম্মদ আলী কালু ও নূর আলম। বুদ্ধগয়া সফরের সময় তিব্বতের ধর্মগুরু দালাই লামাকে হত্যার চক্রান্ত করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। 

ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ মামলার তদন্ত করছে । গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র আইনে মামলা করা হয়েছে। জেএমবি ভারতে এখন তাদের নাম পাল্টে রেখেছে জামায়াতে মুজাহেদুল অব ইন্ডিয়া (জেএমআই)।

তথ্যসূত্র: জি-নিউজসাতদিনের সেরা