তেল আবিবে সরকারবিরোধী বিক্ষোভের একাংশ
ইসরাইলের ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী তেল আবিবে বিক্ষোভ চলছে। দুর্নীতির অভিযোগে নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। রোববার রাতে তেল আবিবের এই বিক্ষোভে হাজারো মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে।
বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিজ্ঞাপন
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবার দুর্নীতিগ্রস্ত। শুধু তাই নয়, নেতানিয়াহুর মন্ত্রিসভার সকলেই দুর্নীতিপ্রবণ। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর ছেলের বিরুদ্ধেও স্লোগান দেন।
আরো পড়ুন: মিসর সরকারের সহায়তায় ইসরায়েলি সামরিক অভিযানের তথ্য প্রকাশ
প্রসঙ্গত, নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতারণা, ঘুষ নেয়া ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে। আলাদা দুটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার দুটি'র একটি হলো, ব্যবসায়ীদের কাছ থেকে উপহারের নামে ঘুষ গ্রহণ এবং বিনিময়ে একটি পত্রিকায় ভালো কভারেজ সংক্রান্ত পত্রিকার মালিকের সঙ্গে আলোচনা।
অপর মামলাটি হলো-জার্মানি থেকে সাবমেরিন ক্রয় সংক্রান্ত বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি।
উল্লেখ্য, ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৪ সালে তাকে দেড় বছর জেলে থাকতে হয়।
তথ্যসূত্র: দ্য ইনডিপেন্ডেন্ড