kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

লস অ্যাঞ্জেলসে রাস্তা ছেড়ে দোতলায় গাড়ি!

সাবেদ সাথী, নিউ ইয়র্ক প্রতিনিধি   

১৬ জানুয়ারি, ২০১৮ ০৪:৫৮ | পড়া যাবে ১ মিনিটেলস অ্যাঞ্জেলসে রাস্তা ছেড়ে দোতলায় গাড়ি!

ছবি: কালের কণ্ঠ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের রাস্তায় জোরে গাড়ি চালানোয় রাস্তা থেকে দোতলা ভবনে উঠেছে একটি গাড়ি।

স্থানীয় সময় রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ প্রাণ হারাননি। গাড়িতে থাকা দু'জন সামান্য আহত হয়েছেন। তাদের দু'জনকেই গাড়ি থেকে বের করা সম্ভব হয়েছে।

লস অ্যাঞ্জেলসের সান্তা আনা পুলিশ বিভাগ জানায়, 'চালক খুব দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি পার্শ্ববর্তী ডেন্টাল অফিসের দোতলায় উঠে যায়। পরে গাড়িটি বের করার জন্য একটা ট্রাক আনা হয় সেখানে।

মন্তব্যসাতদিনের সেরা