kalerkantho

মিয়ানমারে তিন দফা ভূমিকম্প

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৮ ১২:৩৩ | পড়া যাবে ২ মিনিটেমিয়ানমারে তিন দফা ভূমিকম্প

মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে কয়েক দফা ভূমিকম্পের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে তিন দফায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৬, ৫ দশমিক ৩ ও ৫ দশমিক ২। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে শুক্রবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।


আরো পড়ুন: রাজধানীতে ভূমিকম্প অনুভূত


কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, তাদের ছয়তলা ভবনটি তিনবার কেঁপে উঠেছিল। সবচেয়ে শক্তিশালী কম্পনটি এক মিনিট স্থানীয় হয়েছিল। এসউই এসউই মিন্ট নামে এক বাসিন্দা বলেছেন, আমরা ঘুমিয়েছিলাম। ভবনটি তীব্রভাবে নড়ছিল, আতঙ্কে আমরা সবাই ঘুম থেকে জেগে উঠি।


আরো পড়ুন: আসছে ভয়াবহ মেগা-ভূমিকম্প, মরবে ৪ কোটি


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রথম কম্পনটি অনুভূত হয়েছিল রাত ১টার সময়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। ভূপৃষ্ঠ এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। আর এর কেন্দ্র ছিল ইয়াঙ্গুন থেকে ১৭২ কিলোমিটার এর ২০ মিনিটের মধ্যে ৫ দশমিক ৩ ও ৫ দশমিক ২ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। মিয়ানমার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত কোনো গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

 

মন্তব্যসাতদিনের সেরা