kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

কানাডায় প্রচণ্ড ঠাণ্ডায় কয়েক শ ফ্লাইট বাতিল

কালের কণ্ঠ অনলাইন   

২ জানুয়ারি, ২০১৮ ১৫:৪৩ | পড়া যাবে ১ মিনিটেকানাডায় প্রচণ্ড ঠাণ্ডায় কয়েক শ ফ্লাইট বাতিল

কানাডার প্রধান বিমানবন্দগুলোতে সোমবার তুষারপাত, বরফ অপসারণে ধীরগতি ও বেশ কয়েকজন ক্রু নিখোঁজ হওয়ায় বেসামাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দেশটির সবচেয়ে বড় নগরী টরন্টোতে কয়েক শ ফ্লাইট বাতিল হয়ে গেছে।

কানাডা ও যুক্তরাষ্ট্রের একটি বড় অঞ্চল ভারি তুষারপাতের কারণে পুরু বরফে ঢেকে গেছে। ওই অঞ্চলে প্রচণ্ড ঠাণ্ডা পড়েছে।

নববর্ষের প্রথম ক্ষণ থেকেই এয়ার কানাডা ছুটির সময়টিতে ভ্রমণ এলোমেলো হতে পারে বলে সতর্ক করেছিল। তাদের পক্ষ থেকে টরন্টো, মন্ট্রিল, কালগারি ও অটোয়ার বিমানবন্দরে যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছিল। কম্পানিটি সাধারণত বিনামূল্যে যে টিকিট পরিবর্তনের সুযোগ রাখে এ বছর তা রাখেনি।

বিমানবন্দরের ওয়েবসাইটের ডেটাবেইস অনুযায়ী, দিনটিতে বেশ কয়েকটি ফ্লাইট চার থেকে পাঁচ ঘণ্টা বিলম্বিত হয়েছে। ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট অ্যাওয়ারের মতো, টরন্টো বিমানবন্দরে প্রায় ৫ শ ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীদের সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা