kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

খামেনি নতুন হিটলার : সৌদি যুবরাজ

কালের কণ্ঠ অনলাইন   

২৪ নভেম্বর, ২০১৭ ২২:৫২ | পড়া যাবে ১ মিনিটেখামেনি নতুন হিটলার : সৌদি যুবরাজ

ছবি : ইন্টারনেট থেকে

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে নতুন হিটলার অভিহিত করেছেন। সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকার এ সময়ে গতকাল বৃহস্পতিবার ‘নিউ ইয়র্ক টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান এ মন্তব্য করেন। 

ইরানের বাড়তে থাকা আঞ্চলিক প্রভাবের কথা উল্লেখ করে সালমান বলেন, ইউরোপে যা ঘটে গেছে, মধ্যপ্রাচ্যে (ইরানের নতুন হিটলারের) তার পুনরাবৃত্তি না ঘটানো জরুরি। তিনি বলেন, ইরানকে প্রভাব বিস্তারও করতে দেওয়া যায় না। তবে ইরান এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

মন্তব্যসাতদিনের সেরা