মাধ্যমিকে ভালো ফল হবে। তার জন্য ঠাকুরের বিশেষ আরাধনা করতে হবে। নিতে হবে আশীর্বাদ। মাধ্যমিক পরীক্ষার্থীকে জানিয়েছিল অভিযুক্ত পুরোহিত।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানা এলাকায় ১০২ নম্বর বিবি সেনগুপ্ত রোডে। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পর্ণশ্রী থানার পুলিশ। ধৃতকে আজ আদালতে তোলা হবে।
রবিবার বিকেলে এই ঘটনা জানাজানি হয়। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হলে এর প্রমাণ পাওয়া যায়। এরপরই উত্তেজিত জনতা অভিযুক্ত পুরোহিতকে মারধর করে। পরে পর্ণশ্রী থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। গ্রেপ্তার করা হয় তাকে।