kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

সিনাইয়ে হোটেলে আইএসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৭

কালের কণ্ঠ অনলাইন   

২৫ নভেম্বর, ২০১৫ ২০:৪৪ | পড়া যাবে ১ মিনিটেসিনাইয়ে হোটেলে আইএসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৭

মিশরের সিনাই উপদ্বীপে বন্দুক ও বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। ইসলামিক স্টেট গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়।
মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ মেগাহেদ জানান, উত্তর সিনাইয়ের প্রাদেশিক রাজধানী আল-আরিশের সুইস ইন হোটেলে মঙ্গলবারের হামলায় নিহতদের মধ্যে দু’জন বিচারক ছিলেন। তারা এ সপ্তাহের গোড়ার দিকে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের ভোট পর্যবেক্ষণ করছিলেন।
নিহতদের অপর চারজন পুলিশ সদস্য ছিলেন। এ ঘটনায় নিহত সপ্তম ব্যক্তি একজন বেসামরিক নাগরিক। একজন হামলাকারী ওই হোটেলের বাইরে নিজেকে উড়িয়ে দেয়। এ সুযোগে অপর এক হামলাকারি হোটেলের ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষে হামলা চালায়। পরে সেও আতœহত্যা করে।
উল্লেখ্য, সিনাইয়ে আইএস অনুগত জিহাদিদের কয়েকটি হামলায় কয়েকশ’ পুলিশ ও সেনা সদস্য নিহত হয়।

মন্তব্যসাতদিনের সেরা