kalerkantho

শুক্রবার । ১৩ ডিসেম্বর ২০১৯। ২৮ অগ্রহায়ণ ১৪২৬। ১৫ রবিউস সানি          

আফ্রিকায় পোপের যুগান্তকারী সফর শুরু

কালের কণ্ঠ অনলাইন   

২৫ নভেম্বর, ২০১৫ ২০:৩১ | পড়া যাবে ১ মিনিটেআফ্রিকায় পোপের যুগান্তকারী সফর শুরু

পোপ ফ্রান্সিস বুধবার রোম থেকে কেনিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন। যুগান্তকারী আফ্রিকা সফরের প্রথম পর্যায়ে তিনি কেনিয়া পৌঁছুবেন। যদিও এই সফরে পোপ নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আটাত্তর বছর বয়সী এই প্রধান যাজক তৃতীয় পোপ হিসেবে আফ্রিকা মহাদেশ সফরে যাচ্ছেন।
ছয়দিন ব্যাপী আফ্রিকা সফরকালে পোপের উগান্ডা ও গোলযোগপূর্ণ মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সফরের কথা রয়েছে।
সফরের শেষ পর্বে তিনি মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র সফর করবেন।
তবে তার মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র সফরের বিষয়টি নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। নিরাপত্তা জনিতকারণে দেশটিতে পোপের সফর বাতিল হতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিগত সহিংসতা অব্যাহত রয়েছে।
প্যারিসে জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনকে সামনে রেখে এই সফরকালে তিনি পরিবেশসহ বিভিন্ন ইস্যুর ওপর বক্তৃতা দেবেন।

মন্তব্যসাতদিনের সেরা