kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

মালিতে হামলায় জাতিসংঘের এক কর্মী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২৫ নভেম্বর, ২০১৫ ১৪:২৬ | পড়া যাবে ১ মিনিটেমালিতে হামলায় জাতিসংঘের এক কর্মী নিহত

মালির উত্তরাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর গাড়ি বহরে হামলায় মঙ্গলবার জাতিসংঘের এক কর্মী নিহত হয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন একথা জানান। গাড়ি বহরটি গোউনদাম থেকে তিম্বুকতু যাচ্ছিল। ইউএন মিনুসমা বাহিনীর গাড়িগুলো এই বহরে ছিল। রাস্তায় বিস্ফোরক পেতে রেখে হামলাটি চালানো হয়েছে বলে জানান বান কি-মুন। হামলায় এক বেসামরিক কর্মী নিহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাতিসংঘ মহাসচিব এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের হামলা চালিয়ে মালির জনগণ ও দেশটির শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘের সম্পৃক্ততার যে দৃঢ় প্রত্যয় রয়েছে তা থেকে বিচ্যুত করা যাবে না। বামাকোর একটি হোটেলে ইসলামপন্থী বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার ঘটনার মাত্র কয়েক দিন পর সর্বশেষ এ হামলা চালানো হল। বামাকোর একটি বিলাসবহুল হোটেলে অবস্থানরত লোকদের ইসলামী চরমপন্থীরা জিম্মি করে। পরে মালি, ফরাসি ও মার্কিন বাহিনী এক যৌথ অভিযান চালিয়ে জিম্মি নাটকের অবসান ঘটায়।

 

মন্তব্যসাতদিনের সেরা