kalerkantho

মঙ্গলবার । ৩০ আষাঢ় ১৪২৭। ১৪ জুলাই ২০২০। ২২ জিলকদ ১৪৪১

নারী দিবস

গফরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে নারী দিবস পালিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

৮ মার্চ, ২০১৯ ২০:০১ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে নারী দিবস পালিত

 ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি, নারী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

সেখানে নারী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুব উর রহমান। স্টলগুলোতে বিভিন্ন নারী সংগঠনের উদ্যোগে নারীদের তৈরি পণ্য প্রদর্শন করা হয়। 

পরে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত নারী বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল আহাদ খান। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা বেগম, সমবায় অফিসার মীর কাশেম প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন এলাকা থেকে আসা নারী সংগঠকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা