kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

নারী দিবস

মা আর আনুষ্কাকে এক সঙ্গে নিয়ে নারী দিবসে বিরাট

কালের কণ্ঠ অনলাইন   

৯ মার্চ, ২০১৭ ০১:১৭ | পড়া যাবে ১ মিনিটেমা আর আনুষ্কাকে এক সঙ্গে নিয়ে নারী দিবসে বিরাট

এই নিয়ে দ্বিতীয়বার। ভ্যালেন্টাইন ডে'তে গার্লফ্রেন্ড আনুষ্কা শর্মার সঙ্গে নিজের ছবি পোস্ট করে চমকে দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, সেই ছবির ক্যাপশনে লিখেও দেন- 'ইটস অফিসিয়াল'। আবারও এক অফিসিয়াল পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় এলেন বিরাট কোহালি। এ বারের উপলক্ষ আন্তর্জাতিক নারী দিবস।

তবে একা বান্ধবী নয়, এবার সঙ্গে রয়েছেন মা সরোজ কোহালিও। নারী দিবস উপলক্ষে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবির কোলাজ শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক। সেই ছবিতে একটায় মায়ের সঙ্গে, অন্যটায় আনুষ্কার সঙ্গে দেখা যাচ্ছে বিরাটকে। 

মায়ের উদ্দেশ্যে বিরাট লিখেছেন, আমার জীবনে দেখা সবচেয়ে স্ট্রং মহিলা। পরিবারের কঠিনতম সময়ে যিনি পাশে ছিলেন। অন্য দিকে আনুষ্কার উদ্দেশ্যে লিখছেন, সমস্ত খারাপের সঙ্গে লড়াই করেছেন এই মানুষটি। যে যাই বলুক না কেন সত্যের পাশ থেকে কখনও সরেনি।

মন্তব্যসাতদিনের সেরা