kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

নদীতে সিংহী এবং কুমিরের লড়াই, জিতল কে? (ভিডিও)

অনলাইন ডেস্ক   

৫ অক্টোবর, ২০২২ ১৮:২০ | পড়া যাবে ১ মিনিটেনদীতে সিংহী এবং কুমিরের লড়াই, জিতল কে? (ভিডিও)

মনের সুখে নদীতে সাঁতার কাটছিল সিংহী। ধীরে ধীরে পানির অনেকটা নিচে ডুবতে শুরু করেছিল। আচমকা পেছন থেকে গলায় হ্যাঁচকা টান। কিছু বোঝার আগেই পানির ভেতর তলিয়ে গেল সিংহী।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক ভিডিও প্রকাশ পাওয়ার পর নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, নদীর পানিতে পা ডুবিয়ে দাঁড়িয়ে ছিল এক সিংহী। ধীরে ধীরে সাঁতার কেটে নদীর অন্য পারে যাচ্ছিল সে। এ সময় তাকে ধাওয়া করে এক কুমির। কিছুক্ষণ পিছু নেওয়ার পর সুযোগ বুঝে সিংহীর গলায় কামড় বসিয়ে দেয় কুমিরটি। তারপর এক টানে পানির ভেতরে নিয়ে চলে যায় জঙ্গলের রানিকে। পুরো ঘটনাটি ঘটেছে মাত্র তিন সেকেন্ডে।

সিংহীকেও যে কুমির এভাবে আক্রমণ করতে পারে তা অনেকেরই ধারণা ছিল না।  

নেটিজেনদের একজন একে ‘ব্যাটল অফ টাইটানস’-এর সঙ্গে তুলনা করেছেন।  

অন্য এক ব্যক্তি অবাক হয়ে জানিয়েছেন, এমন ঘটনা ঘটতে পারে তা কখনো ভাবেননি তিনি।  

ভিডিওটি ইতিমধ্যে প্রায় তিন লাখ মানুষ দেখেছেন।

সূত্র : আনন্দবাজার

ভিডিওটি দেখুন......

View this post on Instagram

A post shared by crocodile (@crocodile.lover.ig)সাতদিনের সেরা