kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

সাপের মাথায় চুমু, দংশনের শিকার যুবক (ভিডিও)

অনলাইন ডেস্ক   

২ অক্টোবর, ২০২২ ২১:২৫ | পড়া যাবে ২ মিনিটেসাপের মাথায় চুমু, দংশনের শিকার যুবক (ভিডিও)

ভারতে সাপের মাথায় চুমু খেতে গিয়ে দংশনের শিকার হয়েছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে কর্ণাটক রাজ্যের শিবমোগা জেলার ভদ্রাবতীর বোমানাকাট্টে। আর সে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, এক যুবক একটি গোখরাকে উদ্ধার করার পর সাপের মাথায় চুম্বন করার চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

কিন্তু সাপটি তার স্নেহ অনুভব না করে তার ঠোঁটে কামড় বসিয়ে দেয়। হঠাৎ কামড় বসানোয় সাপটি তার হাত থেকে ছুটে যায়।  পরে অন্যরা ধরার চেষ্টা করলে সাপটি পালিয়ে যায়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ভিডিওর ওই যুবক একজন সরীসৃপ উদ্ধারকারী।

সাপের কামড় থেকে বেঁচে গেছেন ওই যুবক। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। অনেকেই ভিডিওতে ওই যুবকের কাজে বিরক্তি প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গোখরা অন্যতম বিষাক্ত সাপ এবং এ ধরনের সাপের মধ্যে দীর্ঘতম। এটি সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার জঙ্গলে পাওয়া যায়। এ জাতের সাপের দৈর্ঘ্য সর্বোচ্চ ৫ দশমিক ৮৫ মিটার হয়ে থাকে। গোখরা কামড়ানোর ১৫ মিনিটের মধ্যে একজন মানুষ মারা যেতে পারে। এ সাপ এক আঘাতে বেশ কয়েকবার কামড়ায় বলে জানা যায়।

সূত্র : এনডিটিভিসাতদিনের সেরা