kalerkantho

মঙ্গলবার । ২৭ সেপ্টেম্বর ২০২২ । ১২ আশ্বিন ১৪২৯ ।  ৩০ সফর ১৪৪৪

মক্কায় ভয়ানক বজ্রপাতের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক   

৮ আগস্ট, ২০২২ ১৬:৪২ | পড়া যাবে ১ মিনিটেমক্কায় ভয়ানক বজ্রপাতের ভিডিও ভাইরাল

মক্কায় বজ্রপাতের দৃশ্য

সৌদি আরবের মক্কা নগরীর বিখ্যাত ক্লক টাওয়ারে বজ্রপাতের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।   ভিডিওতে দেখা যায়, বৃষ্টির রাতে ক্লক টাওয়ারে বজ্রপাত হয় এবং পুরো আকাশ তার ঝলকানিতে আলোকিত হয়ে যায়।

ডিএনএ ইন্ডিয়া প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার (৫ আগস্ট) টুইটারে পোস্ট হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ৬১ হাজার বার ভিডিওটি দেখা হয়েছে। তাদের মধ্যে অনেকেই আবার ভিডিওটি শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

কিছুদিন ধরে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বজ্রপাত ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল আরাবিয়ার মতে, সংযুক্ত আরব আমিরাতে কয়েক দশক ধরে সবচেয়ে আর্দ্র আবহাওয়া দেখা যাচ্ছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) জুলাই মাসে বিগত ৩০ বছরের মধ্যে দেশটির সবচেয়ে আর্দ্র আবহাওয়ার প্রতিবেদন করেছে।  সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে বৃষ্টিপাতের জন্য দায়ী করা হয়েছে ভারতের কম বৃষ্টিপাতকে। এ ছাড়া বিশেষজ্ঞরা আরো বৃষ্টিপাতের আশঙ্কা করছেন।

দেখুন সেই ভিডিওটিসাতদিনের সেরা