kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

মঞ্চেই নামাজ পড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক   

১৪ নভেম্বর, ২০২১ ২০:০৩ | পড়া যাবে ১ মিনিটেমঞ্চেই নামাজ পড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী

নামাজ আদায় করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতোক্ষণে শুরু হওয়ার কথা তার বক্তব্য। কিন্তু বাগড়া দিল বৃষ্টি। বৃষ্টি কমার অপেক্ষায় হাজারো নেতাকর্মী। এমন সময় মাগরিবের আজায় ভেসে আসে। সঙ্গে সঙ্গেই মঞ্চে চেয়ারে বসে নামাজ পড়ে নেন মন্ত্রী।

এমন ঘটনা ঘটেছে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে। গতকাল (১৩ নভেম্বর) এর ঘটনা এটি। মঞ্চে মন্ত্রীর নামাজের এমন দৃশ্য দেখেন ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত ১২টি ইউনিটের সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা।

অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টায়। কিন্তু বৃষ্টির কারণে অনুষ্ঠা শুরুতে দেরি হয়। তবে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সময়মতোই উপস্থিত হন সেখানে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ওই রাতেই তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন।

ছবিতে দেখা যায়, একটি নীল রঙের প্ল্যাস্টিকের চেয়ারে বসে নামাজ আদায় করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বৃষ্টির পানি পড়ার কারণে মন্ত্রীর পেছনে একজন ছাতা ধরে দাঁড়িয়ে আছেন। আর নিরাপত্তার জন্য তার পাশে রয়েছেন কয়েকজন পুলিশ।সাতদিনের সেরা