kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

আবার চোট! স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন নেইমার!

অনলাইন ডেস্ক   

১৪ ডিসেম্বর, ২০২০ ১৮:০৮ | পড়া যাবে ১ মিনিটেআবার চোট! স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন নেইমার!

ছবি : এএফপি

ব্রাজিল সুপারস্টার নেইমারের পিছু ছাড়ছে না চোট। লিঁওর কাছে ১-০ গোলে পিএসজির পরাজয়ের ম্যাচে নেইমারের চোটই সবচেয়ে বড় দুঃসংবাদ। তাকে রীতিমতো স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে। কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, চোট কতটা গুরুতর, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। সেটা দুই-একদিনের মধ্যেই জানা যাবে।

খেলার ৩৫ মিনিটে লিঁওকে এগিয়ে দেন টিনো কাদেওয়ের। সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে পিসএসজি। খেলার শেষের দিকে চাপ বাড়ান নেইমাররা। সংযুক্তি সময়ের সাত মিনিটে নেইমারকে কড়া ট্যাকল করেন মেন্দেজ। প্রাথমিক চিকিৎসার পরেও নেইমারকে মাঠে নামানো সম্ভব হয়নি। যন্ত্রণাকাতর নেইমারকে স্ট্রেচার করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। তার বিকল্পও নামাতে পারেনি পিএসজি। কারণ তার আগেই সব বিকল্প ব্যবহার করে ফেলেছিল।

মন্তব্যসাতদিনের সেরা