kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

করোনায় অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়ান : আজহারী

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মার্চ, ২০২০ ২০:৪০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়ান : আজহারী

করোনাভাইরাসের এই সঙ্কট মুহূর্তে যারা অসহায়, দিনে আনে দিনে খায়, এরকম খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান।

ফেসবুকে আস-সুন্নাহ, এক টাকার আহার, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন ও কওমি মাদরাসার ছাত্রসংস্থার করোনার প্রভাবে পর্যদস্তদের জন্য সহায়তার লিফলেট শেয়ার করে আজহারী লিখেছেন, 'আসুন, এই দুর্যোগে আমাদের চারপাশে যারা অসহায়, দিনে আনে দিনে খায়, এরকম খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেই।'

মন্তব্যসাতদিনের সেরা