kalerkantho

রবিবার । ২১ আষাঢ় ১৪২৭। ৫ জুলাই ২০২০। ১৩ জিলকদ  ১৪৪১

মাউথপিস নিয়ে টয়লেটে মেয়র, অদ্ভুত শব্দে বিব্রত সভাকক্ষ!

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০২০ ২২:০৪ | পড়া যাবে ১ মিনিটেমাউথপিস নিয়ে টয়লেটে মেয়র, অদ্ভুত শব্দে বিব্রত সভাকক্ষ!

আমেরিকার গণমান্য ব্যক্তিদের নিয়ে করোনাভাইরাস ইস্যুতে একটি জরুরি সভা চলছিল। ঠিক এই সময় সভায় বসা একজন মেয়র তার ‘শব্দযন্ত্র’ বা ছোট মাইকটি (মাউথপিস) নিয়েই টয়লেটে চলে যান। এরপর পয়ঃপ্রক্রিয়া সম্পন্নকালের অযাচিত বায় ছাড়ার শব্দ সভাকক্ষে প্রতিধ্বনিত হয়। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে; যা রীতিমতো ভাইরাল।

ভিডিওটিতে দেখা যায়, সভা চলছিল। রিচেল জনরো নামের এক জন সভায় বক্তব্য দিচ্ছিলেন। এ সময় মেয়র হঠাৎ সভা ছেড়ে টয়লেটের উদ্দেশ্যে যান। কিন্তু ভুল করে নিয়ে যান তার বক্তব্য দেওয়ার শব্দযন্ত্রটি। আর এই ভুলই হলো তার কাল। টয়লেটে পয়ঃপ্রক্রিয়া সম্পন্নের সময় ভেতরের সব শব্দ সভাকক্ষের সাউন্ডবক্সে প্রতিধ্বনিত হতে থাকে। এ সময় বেশ কয়েকবার বায়ু ছাড়ার শব্দে সভা সঞ্চালনায় বিঘ্ন ঘটে। বিব্রত হন সবাই। তারপরেও সভাকক্ষে হাসির রোল পড়ে যায় সে সময়।

ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ৭০ হাজার বার দেখা হয়েছে।

ভিডিওটির কমেন্টে অনেকে লিখেছেন, ‘আমেরিকার মতো একটি জায়গার মেয়রের এমন কাণ্ড হাস্যকর’।

মন্তব্যসাতদিনের সেরা