kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

বিয়ের আসরে কফিনবন্দি হয়ে এলেন কনে!

কালের কণ্ঠ অনলাইন   

২১ নভেম্বর, ২০১৯ ১৮:৫২ | পড়া যাবে ১ মিনিটেবিয়ের আসরে কফিনবন্দি হয়ে এলেন কনে!

নিজের বিয়ের আসরে কফিনবন্দি হয়ে আসলেন কনে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিও’তে দেখা গেছে, একটি বিয়ের আসর। সেখানে হবু বর-সহ আত্মীয় পরিজন সবাই কনের আসার অপেক্ষা করছেন।

কনের বদলে সেখানে এল কালো কাপড়ে ঢাকা এটি বড় বাক্স। কালো কাপড় সরে যেতেই দেখা গেল একটি সাদা কফিন। কোথায় গেলেন কনে? আর বিয়ের আসরে কফিনই বা এল কোথা থেকে? সবাই যখন এর ওর মুখ চাওয়া-চাওয়ি করছেন, হঠাৎই খুলে যায় কফিনের ডালা।

আর কফিনের ভিতর থেকে হাসতে হাসতে বেরিয়ে এলেন কনে। তার এ কাণ্ড দেখে সবাই হাসতে শুরু করেন।

পরে অবশ্য সংবাদমাধ্যমকে কনে জানিয়েছেন,‘মৃত্যুও যে তাদের আলাদা করতে পারবে না, এ বার্তাই তার হবু স্বামী-সহ সবাইকে দিতে চেয়েছেন তিনি’। আর এজন তিনি এই ‘বিশেষ’ বন্দোবস্ত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা