kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

অসহায় শিশুকে নির্মম নির্যাতনের ভিডিও ভাইরাল

কালের কণ্ঠ অনলাইন   

১৪ নভেম্বর, ২০১৯ ২০:০৩ | পড়া যাবে ১ মিনিটেঅসহায় শিশুকে নির্মম নির্যাতনের ভিডিও ভাইরাল

দুই থেকে তিন বছর বয়সী ছোট একটি মেয়ে শিশুকে পিঠে মারতে মারতে মাটিতে শুইয়ে ফেলছেন এক নারী। মাটিতে পড়ার পর পুনরায় চুলের মুঠি ধরে টেনে তুলে আবারও মারছেন। এভাবে বারবার মারছেন যতক্ষণ না নিজে ক্লান্ত হচ্ছেন। আর ওদিকে শিশুটি চিৎকার করতে করতে হয়রান। কিন্তু তাতেও মন গলছেনা নারীটির।

ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনই এক নৃশংস নির্যাতনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।

জাগো বাংলাদেশ.কম নামের একটি ফেসবুক পেজে গতকাল বুধবার ভিডিওটি শেয়ার করার পরই সেটি ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ভিডিওটি আট লাখেরও বেশিবার দেখা হয়ে গেছে।

ওই পেজে ভিডিওটি শেয়ার করে পোস্টে লেখা হয়েছে, ‘জানিনা এই মহিলার ঠিকানা তবে যদি কেউ চিনে থাকেন তার পরিচয়টা জানাবেন। তাকে নারী ও শিশু আইনের আওতায় আনা হোক, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

মন্তব্যসাতদিনের সেরা