kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

মানুষের মত দেখতে মাছ! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১০ নভেম্বর, ২০১৯ ২১:৪৯ | পড়া যাবে ২ মিনিটেমানুষের মত দেখতে মাছ! (ভিডিও)

মানুষ-খেকো মাছের কথা সবার জানা কিন্তু মানুষ-মুখো মাছ, যা দেখলে অবাক হওয়ারই কথা। এমনই এক মাছের দেখা মিলেছে চীনের এক লেকে। মাছটির মুখ অনেকটাই মানুষের মতো। এটি দেখলে মনে হবে মাছের নয়, যেন মানুষের কাঙ্কালসার মুখ।

আর সেই মাছের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই হইচই পড়ে গেছে। সকলেই ওই মুখের মধ্যে নানা পরিচিত জনের ছায়া দেখতে পাচ্ছেন।

ভিডিওটি ধারণ করা হয়েছে দক্ষিণ চীনের কুনমিং শহরের একটি গ্রামের জলাশয় থেকে।

ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, একটি জলাশয়ের পাড়ের দিকে এগিয়ে আসছে মানুষ মুখো ওই মাছটি। আসতে আসতে একেবারে পাড়ে চলে এসেছিল প্রায়। হেলেদুলে এসে পাড়ে থাকা একটি টুকরো পাথরে মুখ ঘষলো কয়েকবার। এরপর ঢোক গিললো বেশ আয়েশ করেই।

স্মার্টফোনে ধারণ করা মানুষমুখো মাছের এ ভিডিওটি টুইটারে দ্য আনএক্সপ্লেইনড নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়ার পরই ছড়িয়ে পড়ে দ্রুত। এটি নিয়ে মেতে উঠেছেন ব্যবহারকারীরা। এখন পর্যন্ত ভিডিওটি ৪ হাজার ৬৪২টি রিটুইট করা হয়েছে। পোস্টে লাইক পড়েছে ১৬ হাজার ৩শ’র বেশি।

অনেকেই টুইটারে মাছটির সঙ্গে রূপকথার নানা গল্পের চরিত্রের মিল খুঁজে বের করা চেষ্টা করছেন।

অমুক বা তমুকের মতো দেখতে বলে যেমন অনেকে কমেন্ট করেছেন তেমনই এটিকে রূপকথার মাছ বলে উল্লেখ করেছেন অনেকে। কেউ কেউ আবার হ্যারি পটার কাহিনির ভিলেন ভল্ডমর্ট বলেছেন মাছটিকে।

মন্তব্যসাতদিনের সেরা