kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

সিংহের চোখে চোখ রেখে সাহসী তরুণের চ্যালেঞ্জ, অতঃপর...

কালের কণ্ঠ অনলাইন   

১৯ অক্টোবর, ২০১৯ ১৯:৩৪ | পড়া যাবে ১ মিনিটেসিংহের চোখে চোখ রেখে সাহসী তরুণের চ্যালেঞ্জ, অতঃপর...

ভারতের দিল্লির চিড়িয়াখানায় সিংহের ডেরায় হঠাৎ করেই ঢুকে পড়েন এক তরুণ। নির্দ্বিধায় পশুরাজের সামনে গিয়ে বসেও পড়েন তিনি। মুখোমুখি দু’জন। চোখে চোখ রেখে সিংহকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছেন ওই তরুণ। আর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সিংহের ডেরায় ঢুকে নির্দ্বিধায় তার সামনে গিয়ে বসে পড়লেন তিনি। মুখোমুখি দু’জন। বরং বলা ভাল, যুবককে সামনে বসতে থেকে সিংহটিকেই একটু অবাক লাগল। সিংহের সামনেও ওই যুবককে এতটাই নিশ্চিন্ত লাগছিল যে, তাকে মাঝে মধ্যে সিংহের সামনে শুয়ে পড়তেও দেখা গিয়েছে। প্রায় চ্যালেঞ্জ করার কায়দায় তিনি সিংহের চোখে চোখ রেখে বোঝাপড়া করতে চাইছিলেন। এই দৃশ্য চিড়িয়াখানার কর্মীদের চোখে পড়তেই তারা ওই যুবককে উদ্ধার করে বাইরে বের করে আনেন।

চিড়িয়াখানার কর্মীরা জানান, ওই ব্যক্তি চিড়িয়াখানার পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়েন। কিন্তু ঠিক কী কারণে তিনি ভিতরে ঢোকেন তা এখনও স্পষ্ট নয়।

মন্তব্যসাতদিনের সেরা