kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

গাঁজা নিয়ে গেছে রুমমেট, খুঁজে পেতে বারবার পুলিশকে ফোন

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৯ ১৭:৫১ | পড়া যাবে ১ মিনিটেগাঁজা নিয়ে গেছে রুমমেট, খুঁজে পেতে বারবার পুলিশকে ফোন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাসকো কাউন্টির পুলিশের কার্যালয়ে সম্প্রতি এক যুবক বারবার ফোন করেছেন। ফোন করে তিনি বলছিলেন, রুমমেট তার গাঁজা চুরি করে নিয়ে গেছে। সেই গাঁজা খুঁজে পেতে বিগত কয়েকদিন ধরে পাসকো পুলিশকে উত্যক্ত করছেন তিনি। 

কোনো কথাই শুনছেন না তিনি। এ ঘটনার কথা নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে জানিয়েছেন সেখানকার এক পুলিশ কর্মকর্তা। তার পরই ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, নীল জালভা নামের এক পুলিশ কর্মকর্তাতে। গাড়িতে চড়ে যাওয়ার সময় ভিডিওটি ধারণ করছেন তিনি। আর সেই ভিডিওর মাধ্যমে ওই ব্যক্তিকে ফোন করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছেন। 

তিনি বলছেন, এই মাত্র ফোনটা ধরলাম। এক যুবক ফোন করে বলছেন, তার রুমমেট ২০ ডলারের গাঁজা চুরি করে নিয়ে গেছে। এতে তিনি খুব হতাশ। গাঁজা চুরির অভিযোগ নিয়ে তাকে ফোন করতে নিষেধ করলাম আমি।

যদিও ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। ভিডিওটি পোস্ট হতেই হাসি-ঠাট্টায় মেতেছেন নেটিজেনরা।

মন্তব্যসাতদিনের সেরা