kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

নোবেল পেলেই বাঙালি মহান? প্রশ্ন তসলিমার

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৯ ১৬:৪১ | পড়া যাবে ২ মিনিটেনোবেল পেলেই বাঙালি মহান? প্রশ্ন তসলিমার

২০১৯ সালে অর্থনীতিতে নোবেল জিতেছেন  তিন মার্কিন অর্থনীতিবিদ- অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমার। তাদের মধ্যে অভিজিৎ ব্যানার্জি ভারতীয় বংশোদ্ভূত বাঙালি। রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন ও ড. মুহম্মদ ইউনুসের পর চতুর্থ বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পেলেন মুম্বাইয়ে জন্ম নেওয়া অভিজিৎ। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক হিসেবে কর্মরত তিনি।

অভিজিতের এই অর্জনের পর দুই বাংলার মানুষই গর্বিত। তবে এই গর্বকে বাঁকা চোখেই দেখছেন প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। তিনি দুই বাংলার মানুষের দারিদ্রের কথা তুলে ধরে বলেছেন, নোবেল পেলেই কি বাঙালি মহান হয়ে যায়? 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তসলিমা লিখেছেন, 'দুজন বাঙালি অর্থনীতিতে নোবেল পেলেন। আবেগে ভেসে যাচ্ছেন সেইসব বাঙালিও, যাদের বাংলা এবং বাঙালির জন্য কোনও ভালোবাসা নেই। কেবল নোবেল পেলেই বাঙালি মহান? দুদিন নিজেকে বাঙালি বলে পরিচয় দেবেন, তারপর যে কে সেই।'

'ওরা দুজনই গরিবের কথা ভেবেছেন। আজও কিন্তু দারিদ্র ঘোচেনি বাঙালির। অল্প কজনের হাতে ধন দৌলত। রাজনীতিকরাই এদের অর্থনীতির নির্ধারক। দুই বাংলার দরিদ্রই ভুগছে। ভুগতে থাকবে শত শত অর্থনীতিবিদ বাংলা জুড়ে বিরাজ করলেও, একের পর এক নোবেল পেলেও। যতদিন না রাজনীতিকরা ধনী আর প্রতাপশালী লোকদের পক্ষে রাজনীতি না করে দরিদ্র আর সহায় সম্বলহীনদের পক্ষে রাজনীতি না করবেন।'

মন্তব্যসাতদিনের সেরা