kalerkantho

শনিবার । ৪ আশ্বিন ১৪২৭। ১৯ সেপ্টেম্বর ২০২০। ১ সফর ১৪৪২

সরাসরি অনুষ্ঠানে মা, স্টুডিওতে ঢুকে ছেলের বায়না (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৯ ২০:৪৬ | পড়া যাবে ২ মিনিটেসরাসরি অনুষ্ঠানে মা, স্টুডিওতে ঢুকে ছেলের বায়না (ভিডিও)

বিবিসির সেই সাংবাদিকের কথা মনে আছে? সরাসরি সম্প্রচারের সময় যার সন্তানদ্বয় ঘরের মধ্যে ঢুকে পড়েছিল। পরে পড়িমরি করে ছুটে এসে এক নারী দুই শিশুকে বের করে নিয়ে যান। সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড হতেই ভাইরাল হয়েছিল। এবার সে ধরনের এক ভিডিও ভাইরাল হচ্ছে।

জানা গেছে, এনবিসি নিউজের পেন্টাগন প্রতিনিধি কার্টনি কুব তার সেগমেন্টের লাইভ বুলটিনে ছিলেন এমএসএনবিসি চ্যানেলে। সে সময় তার ছেলে ঢুকে পড়ে স্টুডিওতে। শুধু ঢুকে পড়াই নয়, বাড়ির ড্রয়িং রুমে বাচ্চারা মায়ের কাছে যেমন আবদার করতে থাকে, সেখানেও তেমনই শুরু করে দেয়। কাছে চলে এসে হাত বাড়িয়ে মাকে কিছু বলতে চায়।

কার্টনি লাইভে থাকায় প্রথমে ছেলের আবদার উপেক্ষা করার চেষ্টা করছিলেন। ছেলেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কোনো লাভ হয়নি। ছেলে তার মায়ের কাছ থেকে যেতে চাইছিল না। 

ফলে তাকে স্ক্রিন থেকে সরানোর প্রয়োজন হয়ে পড়েছিল। সে কারণে কিছুক্ষণের জন্য তাকে স্ক্রিন থেকে সরিয়ে চালিয়ে দেওয়া হয় অন্য ভিস্যুয়াল। সেই ভিস্যুয়াল চলার পর আবারো কার্টনিকে স্ক্রিনে ফেরানো হয়।

গতকাল বুধবারের ওই ঘটনার ভিডিওটি এমএসএনবিসি-র ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। বুধবারই পোস্ট হওয়ার পর ভিডিওটি এখন পর্যন্ত ৩০ লাখের বেশি মানুষ দেখেছেন। সেই সঙ্গে চলছে লাইক, শেয়ার, কমেন্ট।

সেই ভিডিও দেখতে পারেন

মন্তব্যসাতদিনের সেরা