kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

অ্যাপলের ডেভেলপার সম্মেলন ৩ জুন

২৬ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৩ জুন থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসছে অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন (ডাব্লিউডাব্লিউডিসি)। ৭ জুন পর্যন্ত অনুষ্ঠেয় এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অ্যাপলের অ্যাপ ডেভেলপাররা উপস্থিত থাকবেন। বরাবরের মতো এবারও সম্মেলনে বেশ কিছু নতুন পণ্য উন্মুক্ত করার পাশাপাশি সেগুলোর প্রযুক্তি ডেভেলপারদের সামনে তুলে ধরবে অ্যাপল। তবে ঠিক কী ধরনের প্রযুক্তি ও পণ্য ঘোষণা করা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি অ্যাপল। বাজার বিশ্লেষকদের ধারণা, এবারের সম্মেলনে নতুন সংস্করণের আইওএস, ম্যাকওএস, ওয়াচওএস ও টিভিওএস উন্মুক্তের পাশাপাশি নতুন মিউজিক অ্যাপ চালু করা হতে পারে। পাশাপাশি প্রযুক্তি পণ্যের হালনাগাদ সংস্করণ বাজারে আনার ঘোষণা আসতে পারে।

টেক প্রতিদিন ডেস্ক

সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা