kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

ইনস্টাগ্রামের এক্সপ্লোরার পেইজেই মিলবে ‘স্টোরিজ’

২০ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইনস্টাগ্রামের এক্সপ্লোরার পেইজেই মিলবে ‘স্টোরিজ’

পরিচিতদের পাশাপাশি অপরিচিত ব্যক্তিদের বিনিময় করা কয়েক সেকেন্ডের ভিডিও দেখার সুযোগ দিতে নিজেদের ‘স্টোরিজ’ ফিচারের পরিধি বাড়াচ্ছে ইনস্টাগ্রাম। নতুন এ পরিকল্পনার আওতায় ছবি ও ভিডিও বিনিময়ের অ্যাপটির এক্সপ্লোর পেইজের মধ্যেই ‘স্টোরিজ’ ফিচারের ভিডিওগুলো দেখা যাবে। ফলে নির্দিষ্ট ব্যক্তির বিনিময় করা ভিডিও সার্চ করে দেখা যাবে। উল্লেখ্য, স্নাপচ্যাটের আদলে চালু হওয়া ‘স্টোরিজ’ ফিচারটি কাজে লাগিয়ে কয়েক সেকেন্ডের ভিডিও তৈরির পাশাপাশি সেটিতে বিভিন্ন কমেন্ট যুক্ত করে বন্ধুদের পাঠানোর সুযোগ মিলে থাকে। চাইলে বিভিন্ন ধরনের ডুডল বা ছবিও যুক্ত করা যায়। ব্যবহারকারীরা চাইলে কোন কোন ব্যক্তি ভিডিওগুলো দেখেছে, তা-ও জানতে পারেন। শুরুতে ভিডিওগুলো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে গেলেও পরে ব্যবহারকারীদের দাবি অনুযায়ী সেগুলো সংরক্ষণের সুযোগ চালু করে ইনস্টাগ্রাম।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা