kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

এসএমই পণ্যের এক্সপিরিয়েন্স আউটলেট ‘ঐক্য স্টোর’

টেক প্রতিদিন ডেস্ক   

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএসএমই পণ্যের এক্সপিরিয়েন্স আউটলেট ‘ঐক্য স্টোর’

এসএমই উদ্যোক্তাদের তৈরি পণ্য অনলাইনের পাশাপাশি সরাসরি কেনার সুযোগ দিতে ডিজিটাল এক্সপিরিয়েন্স আউটলেট চালু করেছে অনলাইন মার্কেট OIkko.com.bd। ধানমণ্ডির জেনেটিক প্লাজায় ‘ঐক্য স্টোর’ নামের এ আউটলেটটি যৌথভাবে উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম এবং ঐক্য সভাপতি শাহীন আকতার। অনুষ্ঠানে জানানো হয়, ক্রেতারা অনলাইনে থাকা এসএমই উদ্যোক্তাদের পছন্দের পণ্য সরাসরি স্টোরটি থেকে কেনার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে দেশের আটটি বিভাগে এই আউটলেট চালু হবে। পর্যায়ক্রমে ৪৯১টি উপজেলায় এসএমই পণ্যের স্টোর চালু করারও পরিকল্পনা রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা