kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

‘গুগল অ্যাসিস্ট্যান্ট’ আসছে সনোস স্পিকারে

১৪ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘গুগল অ্যাসিস্ট্যান্ট’ আসছে সনোস স্পিকারে

রিমোট বা বাটনের বদলে মুখের কথায়ই নিয়ন্ত্রণ করা যাবে সনোস স্পিকার। এ জন্য ‘সনোস ওয়ান’ ও ‘সনোস বিম’ মডেলের স্মার্ট স্পিকারে যুক্ত করা হবে ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’। স্পিকারগুলোতে গুগলের ডিজিটাল সহকারী সেবা চালু হলে মুখের কথায় গান পরিবর্তনের পাশাপাশি শব্দও নিয়ন্ত্রণ করা যাবে। অনলাইন থেকে বিভিন্ন তথ্য ও গানের খোঁজও মিলবে। এ বিষয়ে সনোসের প্রধান নির্বাহী প্যাট্রিক স্পেনস জানান, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে স্পিকারগুলো বাজারজাত শুরু হলেও শিগগিরই অন্য দেশে পাওয়া যাবে।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : দ্য ভার্জ

মন্তব্যসাতদিনের সেরা