kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

এলো হুয়াওয়ের পি৩০ সিরিজ

টেক প্রতিদিন ডেস্ক   

১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএলো হুয়াওয়ের পি৩০ সিরিজ

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিজেদের ফ্ল্যাগশিপ ‘পি৩০’ সিরিজের ‘পি৩০ প্রো’, ‘পি৩০’ ও ‘পি৩০ লাইট’ মডেলের স্মার্টফোন বাজারজাত শুরু করেছে হুয়াওয়ে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রি-বুকিং দেওয়া গ্রাহকদের হাতে নির্দিষ্ট মডেলের স্মার্টফোন তুলে দিয়ে সিরিজটির বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং। অনুষ্ঠানে জানানো হয়, পি৩০ সিরিজের স্মার্টফোনগুলোর ক্যামেরায় প্রফেশনাল ফটোগ্রাফি প্রযুক্তি সুবিধা থাকায় প্রত্যাশার বেশি প্রি-বুকিং হয়েছে। এমনকি ৮৯ হাজার ৯৯৯ টাকা দামের ‘পি৩০ প্রো’ স্মার্টফোনের স্টকও শেষ হয়ে গেছে। ‘পি৩০’ ও ‘পি৩০’ লাইট স্মার্টফোন দুটির দাম যথাক্রমে ৬৪ হাজার ৯৯৯ এবং ২৯ হাজার ৯৯৯ টাকা।

মন্তব্যসাতদিনের সেরা