kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নে সহযোগিতা করবে আইটিইউ

টেক প্রতিদিন ডেস্ক   

১০ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নে সহযোগিতা করবে আইটিইউ

বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদের সঙ্গে বৈঠককালে এ তথ্য জানিয়েছেন আইটিইউ মহাসচিব হলিন ঝাও। আইটিইউ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টিতে তথ্য-প্রযুক্তির ব্যবহারসহ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অগ্রগতি এবং লক্ষ্য নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, ৮ এপ্রিল থেকে জেনেভায় শুরু হয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডাব্লিউএসআইএস) সম্মেলন। পাঁচ দিনের এ আয়োজনের অংশ হিসেবেই আইটিইউ মহাসচিবের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। ফলোআপ ফোরামের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

মন্তব্য