kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

এশিয়ায় ডেলের অন্যতম প্রধান বাজার বাংলাদেশ

টেক প্রতিদিন ডেস্ক   

৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএশিয়ায় ডেলের অন্যতম প্রধান বাজার বাংলাদেশ

এশিয়া প্রশান্ত অঞ্চলের যেসব দেশে ডেল উন্নতি করছে তার অন্যতম প্রধান বাংলাদেশ, জানিয়েছেন ডেলের এশিয়া ইমার্জিং মার্কেট ও সাউথ এশিয়া কনজ্যুমার অ্যান্ড স্মল বিজনেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট কে অতানোথাই। ঢাকার একটি হোটেলে ‘বার্ষিক ডেল প্রযুক্তি অ্যাওয়ার্ড’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। অনুষ্ঠানে ডেলের পণ্য বিক্রিতে অবদান রাখায় ‘স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’, ‘সিঙ্গার বাংলাদেশ’, ‘পাকিজা টেকনোভেশন’, ‘কম্পিউটার সার্ভিস’, ‘স্মার্ট টেকনোলজিস’, ‘গ্লোবাল ব্র্যান্ড’, ‘বি ট্র্যাক টেকনোলজিস’ এবং ‘রেডিংটন ডিস্ট্রিবিউশন’কে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া ‘বেস্ট পারফরমার’ অ্যাওয়ার্ড পেয়েছেন গ্লোবাল ব্র্যান্ডের এ কে এম দিদারুল ইসলাম এবং স্মার্ট টেকনোলজিসের মাজেদ ইবনে ই আলী। উপস্থিত ছিলেন ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান।

মন্তব্য