kalerkantho

বুধবার । ২২ মে ২০১৯। ৮ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৬ রমজান ১৪৪০

লেগোর আদলে খুলে ফেলা যায় মোবাইল ফোনসেটটির বিভিন্ন অংশ

১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলেগোর আদলে খুলে ফেলা যায় মোবাইল ফোনসেটটির বিভিন্ন অংশ

লেগোর আদলে খুলে ফেলা যায় মোবাইল ফোনসেটটির বিভিন্ন অংশ। চাইলে নিজের মনমতো আকারও দেওয়া যায়। এমনকি কিভাবে কাজ করবে, সে প্রগ্রামও করা সম্ভব। শুনতে অবাক লাগলেও নিজের পছন্দমতো মোবাইল ফোন তৈরির সুযোগ দেবে এই ‘মেকার ফোন’। এতে মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ থাকার পাশাপাশি একাধিক প্রগ্রামও রয়েছে। কিনতে গুনতে হবে ৮৯ ডলার।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ম্যাশেবল

মন্তব্য