kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

অনলাইনে স্বাস্থ্যসেবা দেবে জলপাই

টেক প্রতিদিন ডেস্ক   

১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅনলাইনে স্বাস্থ্যসেবা দেবে জলপাই

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

ঘরে বসেই নির্দিষ্ট চিকিৎসকের সঙ্গে যোগাযোগের সুযোগ দেবে স্বাস্থ্যসেবাবিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম jolpie.com। রোগের ধরন অনুয়ায়ী চিকিৎসকের চেম্বারের ঠিকানা, সাক্ষাত্সূচি নির্ধারণের পাশাপাশি সম্ভাব্য খরচের তথ্যও জানা যাবে। হাসপাতাল, ল্যাবরেটরি ও তাদের সেবা, প্যাকেজ ও খরচ সম্পর্কে বিভিন্ন তথ্য জানারও সুযোগ মিলবে। jolpie অ্যাপের মাধ্যমেও এসব সেবা পাওয়া যাবে। শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার। উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. নিয়াজ টি পারভীন ও অধ্যাপক ডা. হামিদুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, শিগগিরই ঢাকার নির্দিষ্ট এলাকায় ‘কেয়ার অ্যাট হোম সার্ভিস’ সেবা চালু করতে যাচ্ছে জলপাই কর্তৃপক্ষ। নতুন এ সেবার আওতায় নার্সিং, ফিজিওথেরাপিস্ট, বয়স্কদের জন্য অ্যাটেনডেন্ট ও প্যাথলজি টেস্ট সেবা পাওয়া যাবে। জলপাইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবু সিনা জানান, রোগী ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সংযোগ স্থাপন করতেই এ উদ্যোগ।

মন্তব্যসাতদিনের সেরা