kalerkantho

সোমবার । ২১ অগ্রহায়ণ ১৪২৮। ৬ ডিসেম্বর ২০২১। ১ জমাদিউল আউয়াল ১৪৪৩

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দুই দলকেই শুভকামনা জানালেন ম্যাককালাম

অনলাইন ডেস্ক   

১৪ নভেম্বর, ২০২১ ১৭:৫০ | পড়া যাবে ১ মিনিটেনিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দুই দলকেই শুভকামনা জানালেন ম্যাককালাম

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এই ম্যাচকে সামনে রেখে শুভ কামনা জানিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ব্রেন্ডান ম্যাককালাম। তিনি অবশ্য কেবল নিউজিল্যান্ডের জন্য শুভ কামনা জানাননি, জানিয়েছেন অস্ট্রেলিয়ার জন্যও।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় ম্যাককালাম লিখেন, ‘আজ রাতের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া- উভয় দলের জন্য শুভ কামনা। অস্ট্রেলিয়া দলে অনেক ম্যাচ উইনার আছে। তবে আমার কেন জানি মনে হচ্ছে এবার কেন (কেন উইলিয়ামসন) ও তার বাহিনীর সময়।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। সে সময় নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলেন ম্যাককালাম। ম্যাচটি সহজেই জিতে নিয়েছিল মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া।সাতদিনের সেরা