kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

রিজওয়ানের দেশপ্রেমে মুগ্ধ তার ভারতীয় চিকিৎসক

অনলাইন ডেস্ক   

১৩ নভেম্বর, ২০২১ ১৫:৩৪ | পড়া যাবে ২ মিনিটেরিজওয়ানের দেশপ্রেমে মুগ্ধ তার ভারতীয় চিকিৎসক

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে আলোচিত আর কার্যকর ওপেনিং জুটি ছিল বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের। দুজনে মিলে প্রতি ম্যাচেই দলকে দারুণ শুরু এনে দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৫ উইকেটে হেরে বিশ্বকাপ শেষ হয়ে গেছে পাকিস্তানের। ওই ম্যাচে নামার আগে দুই রাত হাসপাতালে কাটিয়েছিলেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। বুকে সংক্রমণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার পরেও সেমিফাইনালে খেলতে নামেন রিজওয়ান।

দুবাইয়ের হাসপাতালে রিজওয়ানকে সুস্থ করে তোলেন ভারতীয় চিকিৎসক সাহির সাইনালবদিন। পরে সাহিরকে নিজের জার্সিও উপহার দেন রিজওয়ান। পাকিস্তান ওপেনারের মানসিকতার প্রশংসা করে সাহির বলেন, 'রিজওয়ান হাসপাতালের বিছানায় শুয়ে বলতেন, আমি খেলব। আমাকে দলের সঙ্গে থাকতে হব। দেশের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার অদম্য আগ্রহ ছিল রিজওয়ানের। উনি দৃঢ় এবং আত্মবিশ্বাসী ছিলেন। যে সময়ের মধ্যে রিজওয়ান সুস্থ হয়ে ওঠেন তা আমাদের অবাক করেছে।'

বেশ কিছু দিন ধরে কাশি ও বুকে ব্যথা হচ্ছিল রিজওয়ানের। ওই অবস্থাতেই তিনি খেলে যাচ্ছিলেন। সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। সাহির বলেন, 'হাসপাতালে ভর্তি করার সময় রিজওয়ানের বুকে ব্যথা খুব বেশি হচ্ছিল। আমরা সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করি। তার সংক্রমণ ছিল মারাত্মক। এই ধরনের সংক্রমণ থেকে কোনো রোগীর সুস্থ হতে অন্তত পাঁচ থেকে সাত দিন সময় লাগে। এক জন ক্রিকেটার হওয়ায় রিজওয়ানের শারীরিক ক্ষমতা অন্যদের থেকে বেশি। সেই ক্ষমতা ও সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস তাকে দ্রুত সুস্থ করে তুলেছে।'সাতদিনের সেরা