kalerkantho

শুক্রবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৮। ৩ ডিসেম্বর ২০২১। ২৭ রবিউস সানি ১৪৪৩

ফাইনালে ওঠায় মিরপুরকেও কৃতিত্ব দিলেন ল্যাঙ্গার

অনলাইন ডেস্ক   

১৩ নভেম্বর, ২০২১ ১৩:০৮ | পড়া যাবে ২ মিনিটেফাইনালে ওঠায় মিরপুরকেও কৃতিত্ব দিলেন ল্যাঙ্গার

ছবি : এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রার আগে ঘরের মাঠ মিরপুর শেরেবাংলায় অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো দুই শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। যদিও দুটি প্রতিপক্ষ দলই ছিল দ্বিতীয় সারির। নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের কেউই বাংলাদেশ সফরে আসেননি। তবে অস্ট্রেলিয়া দলের বেশ কয়েকজন এসেছিলেন বাংলাদেশে। ঘটনাক্রমে বাংলাদেশের কাছে সিরিজ হারা দুই দল আগামীকাল রবিবার মুখোমুখি হবে বিশ্বকাপ ফাইনালে।

জিম্বাবুয়ের বিপক্ষে অ্যাওয়ে সিরিজসহ টানা তিন সিরিজ জিতে বিশ্বকাপে যাওয়া বাংলাদেশ মূলপর্বে কোনো ম্যাচ না জেতার রেকর্ড অব্যাহত রেখেছে। অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের মতে, বিশ্বকাপের আগে তাদের প্রস্তুতি যতটা খারাপ মনে হয়েছে আসলে তেমন ছিল না। বরং বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজে খেলার সুফল পাচ্ছে দল। মিরপুরের ভয়ংকর স্লো উইকেটে পাঁচ ম্যাচের সেই সিরিজ বাংলাদেশ জিতে নিয়েছিল ৪-১ ব্যবধানে।

ল্যাঙ্গার বলেছেন, 'বিশ্বকাপের আগে আমরা মাঠে যে ধরনের পারফর্ম করতে চেয়েছিলাম, তেমনটা না হওয়ার কারণ ছিল। তবে দলের প্রতি ও প্রস্তুতিতে আমাদের অনেক বিশ্বাস ছিল। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর আমাদের দলের গভীরতা বাড়াতে দারুণ কাজে দিয়েছে। অবশ্যই, হারার চেয়ে জয়ের আনন্দ বেশি। তবে বড় পরিসরের বিবেচনায় দেখলে এই বিশ্বকাপে ভালো করাটা আসল কথা। এখন পর্যন্ত এখানে আমাদের সবকিছুই ঠিকঠাক হচ্ছে।'

টানা দুইবার ওয়ানডে বিশ্বকাপের রানার্সআপ হওয়া নিউজিল্যান্ড কিছুদিন আগে টেস্ট চ্যাম্পিয়নশিপেও শিরোপা জিতেছে। কেন উইলিয়ামসনের অসাধারণ নেতৃত্বকে অন্য সবার মতো ল্যাঙ্গারও সমীহ করছেন। তিনি বলেন, 'আমার মতে, গত কয়েক বছর ধরে নিউজিল্যান্ড যেভাবে খেলছে তা অসাধারণ। তাদের দলে দারুণ কয়েকজন ক্রিকেটার রয়েছে। তারা নিজেদের দায়িত্বটা ঠিকঠাক পালন করছে। তাই নিউজিল্যান্ডকে হারাতে পুরো টুর্নামেন্টের মতো আমাদের সেরাটাই দিতে হবে।'সাতদিনের সেরা