kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

বাংলাদেশের অনেক স্পিনার, শারজায় আমরা এটাই চাই: পুরান

অনলাইন ডেস্ক   

২৮ অক্টোবর, ২০২১ ১৭:৪৪ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের অনেক স্পিনার, শারজায় আমরা এটাই চাই: পুরান

বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা দুটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। একই অবস্থা বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজেরও। সুপার টুয়েলভে প্রথম জয়ের খোঁজে মরিয়া দুই দল পরস্পরের মুখোমুখি হচ্ছে আগামীকাল শুক্রবার। সেই ম্যাচটি নিয়ে কথা বলেছেন ক্যারিবীয় তারকা নিকোলাস পুরান।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পুরান বলেন, ‘দুই ম্যাচ হারার পর বাংলাদেশও আমাদের পরিস্থিতিতে আছে। আমাদের জন্য ভালো সুযোগ। আমাদের একটি জয় প্রয়োজন। শারজায় খেলতে গেলে মাথায় রাখতে হবে বাংলাদেশের অনেক স্পিনার আছে। আমাদের জন্য এটা ভালো সুযোগ। আমরা এটাই (শারজায় ম্যাচ) চাচ্ছিলাম।’

পুরান আরো বলেন, ‘এটা আমাদের জন্য ডু অর ডাই ম্যাচ। ঘুরে দাঁড়ানোর জন্য এটা আমাদের দারুণ সুযোগ। আমাদের মনোযোগ অবশ্য শুধু ছোট বাউন্ডারিতে নয়। আমরা আমাদের স্কিল কাজে লাগাতে চাই। ছোট বাউন্ডারি বলে অনেক ছক্কা হাঁকাবো, আগ্রাসী হয়ে খেলব- এমন বলার সুযোগ নেই। পিচ ও কন্ডিশন কাজে লাগিয়ে পরিকল্পনা সফল করতে হবে। চেষ্টা করতে হবে বড় স্কোর গড়ার।’সাতদিনের সেরা