kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

লোকি ফার্গুসনের বিশ্বকাপ শেষ

অনলাইন ডেস্ক   

২৬ অক্টোবর, ২০২১ ২১:১৫ | পড়া যাবে ১ মিনিটেলোকি ফার্গুসনের বিশ্বকাপ শেষ

ইনজুরির কারণে চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের পেসার লোকি ফার্গুসন। নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই তার ছিটকে পড়ার দুঃসংবাদ পেয়েছে কিউইরা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে কিউই বিশ্বকাপ দলের সাথে যোগ দিয়েছিলেন ফার্গুসন, খেলেছিলেন দুটি প্রস্তুতি ম্যাচেও। তবে মূল ম্যাচে মাঠে নামা হলো না তার। পাকিস্তান ম্যাচের আগে অনুশীলন করতে গিয়ে পায়ে টান লাগে ফার্গুসনের। এরপর পরীক্ষানিরীক্ষা শেষে পেতে হয় মাঠের বাইরে ছিটকে পড়ার দুঃসংবাদ।

এমআরআই শেষে কিউইদের মেডিকেল টিমের সদস্যরা জানিয়েছেন, গ্রেড টু টিয়ার ধরা পড়ায় ফার্গুসনকে ৩ থেকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

ফার্গুসনের বদলি হিসেবে নিউজিল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক পেসার অ্যাডাম মিলনে। তিনি দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে ছিলেন। আইসিসির অনুমোদন পেলেই মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়ে যাবেন তিনি।

সূত্র: রয়টার্সসাতদিনের সেরা