kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

বাংলাদেশের বিপক্ষে নিজেদের 'ফেবারিট' ভাবছেন শানাকা

অনলাইন ডেস্ক   

২৩ অক্টোবর, ২০২১ ১৭:১২ | পড়া যাবে ২ মিনিটেবাংলাদেশের বিপক্ষে নিজেদের 'ফেবারিট' ভাবছেন শানাকা

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল রবিবার সুপার টুয়েলভের লড়াই শুরু করবে বাংলাদেশ। রেকর্ড ঘাটলে দেখা যায়, টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত দুই দলের ১১ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪টি, হেরেছে ৭টি। সর্বশেষ দুই ম্যাচে অবশ্য জয়ের সুখস্মৃতি আছে টাইগারদের। সেটা হতে পারে বাড়তি প্রেরণা। অন্যদিকে প্রথম রাউন্ডে টানা তিন ম্যাচ জিতে লঙ্কানরাও আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে।

বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদশকে হারিয়েছিল শ্রীলঙ্কা। তারা প্রথম রাউন্ডে তিন ম্যাচ জিতলেও বাংলাদেশ জিতেছে ২টিতে। প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে লজ্জাজনকভাবে হারতে হয়েছে। তাছাড়া প্রথম দুই ম্যাচেই টাইগারদের টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং দেখা যায়নি। তাই হয়তো ম্যাচের আগে নিজেদেরই ফেভারিট ভাবছে লঙ্কানরা। যদিও তারা বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার পক্ষপাতী নয়।

আজ শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে  লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন, 'কোয়ালিফায়ারের ম্যাচগুলো জয়ের পর বাংলাদেশ জয়ের ধারায় আছে। তবে আমাদের দলটা তুলনামূলক ভালো। আমাদেরই বেশি সুযোগ আছে। ছেলেরা ভালো করেছে, নিজেদের স্কিল দেখিয়েছে। তারা টুর্নামেন্ট জিততে পারে সেই সামর্থ্য প্রমাণ করেছে। বাংলাদেশ অনেক ভালো দল। আমরাও নিজেদের দিনে কী করতে পারি তা সবাই জানে। আশা করি দারুণ একটা ম্যাচ হবে।'সাতদিনের সেরা