<p style="text-align:justify">দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল সোমবার সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় সামান্য কমেছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।</p> <p style="text-align:justify">সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৯.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯২১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৭৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৪.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮১৫ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট ৩৬৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬৬ কোটি ছয় লাখ টাকার শেয়ার।</p>