<p style="text-align:justify">দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৭৬ কোটি টাকা। বুধবার (৫ ফেব্রুয়ারি) চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ১৩ পয়েন্ট।</p> <p style="text-align:justify"><strong>ঢাকা স্টক এক্সচেঞ্জ</strong></p> <p style="text-align:justify">ডিএসইর তথ্য মতে, বুধবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২২ দশমিক ০৪ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৭ দশমিক ০০৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ১৬৯ দশমিক ৩৮ পয়েন্টে ও ১ হাজার ১৪৬ দশমিক ২৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৪ দশমিক ৯৮ পয়েন্টে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="‘শেখ হাসিনাতেই আস্থা’ লিফলেট বিতরণ, ৬ জনের নামে মামলা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/05/1738732308-9e1626415e9d52a2b60d8813fc383aad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">‘শেখ হাসিনাতেই আস্থা’ লিফলেট বিতরণ, ৬ জনের নামে মামলা</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/02/05/1477128" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify"><br /> এ সময় ডিএসইতে ৩৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৩৫টির কম্পানির শেয়ারের, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি। এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৬ কোটি ১ লাখ টাকার শেয়ার।<br />  <br /> <strong>চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ</strong></p> <p style="text-align:justify">অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ১৩ দশমিক ৩৮ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৪২০ দশমিক ১৬ পয়েন্টে ও ৮ হাজার ৭৫৫ দশমিক ৫৬ পয়েন্টে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="অপেক্ষা আখেরী মোনাজাতের, সড়কে যানচলাচল স্বাভাবিক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/05/1738731704-55023486ce4368b74426dcaacd77c237.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">অপেক্ষা আখেরী মোনাজাতের, সড়কে যানচলাচল স্বাভাবিক</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/02/05/1477126" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">এছাড়া সিএসই-৩০ ও সিএসই-৫০ সূচক বেড়েছে ১৩ দশমিক ৬২ ও ১ দশমিক ৩২ পয়েন্ট। সূচক অবস্থান করছে যথাক্রমে ১১ হাজার ৯৬৭ দশমিক ৯২ পয়েন্টে ও ১ হাজার ১০৫ দশমিক ৩১ পয়েন্টে। আর সিএসআই সূচক শূন্য দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৩১ দশমিক ৩২ পয়েন্টে। এ সময় লেনদেন হয়েছে ৩০ লাখ ৩৭ হাজার টাকার।<br />  <br /> লেনদেন হওয়া ৪১ কম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫টি কম্পানি শেয়ারের, কমেছে ১৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩টির।</p>