kalerkantho

সোমবার । ২৪ জুন ২০১৯। ১০ আষাঢ় ১৪২৬। ২০ শাওয়াল ১৪৪০

তাঁদের চোখে

২৭ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেতাঁদের চোখে

নিঃসন্দেহে বাবর আজম সত্যিকারের জাত ব্যাটসম্যান। ও পাকিস্তান দলের ‘বিরাট কোহলি’। পাকিস্তান যদি সেমিফাইনাল বা ফাইনালে যেতে চায় এই তরুণের কাঁধে অনেকটাই নির্ভর করতে হবে।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক

মাইকেল ক্লার্ক

 

হ্যাঁ, ৫০০ রান সম্ভব। গত বছর আমরা প্রায় মাইলফলকটা ছুঁয়েই ফেলেছিলাম। ওই ম্যাচে কয়েকটি ওভারে আমরা ঠিকমতো রান নিতে পারিনি, তাহলে ৫০০ সম্ভব নয় কেন?

ইংল্যান্ড ব্যাটসম্যান

জেসন রয়

 

পাক-ভারত ম্যাচকে সবাই গুরুত্বের সঙ্গে নেয়। এমন কথা প্রচলিত আছে যে, বিশ্বকাপে শুধু ভারতের বিপক্ষে জিতলেই আমরা খুশি হব। আশা করছি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের রেকর্ড এবার বদলাতে পারব আমরা।

পাকিস্তানের ক্রিকেট নির্বাচক

ইনজামাম-উল হক

 

ভারতের মতো দলের বিপক্ষে কিছু রান করতে পারাটা সব সময় ইতিবাচক দিক

নিউজিল্যান্ড অধিনায়ক

কেন উইলিয়ামসন

 

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল আমাদের প্রথম ওয়ানডে। ব্যাটিং নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা শুধু একটা ম্যাচের ব্যাপার। আর একটি মাত্র বাজে ইনিংস দিয়ে কোনো ব্যাটসম্যানকে বিবেচনা না করাই উচিত।

ভারতের অলরাউন্ডার

রবীন্দ্র জাদেজা

 

ভারতও খুব ভালো দল। আমার মনে হয় ইংল্যান্ডের কন্ডিশনে তারা ভালো করবে। ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া—এই তিন হচ্ছে আমার ফেভারিট।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক

রিকি পন্টিং

মন্তব্য