kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

টপ অব দ্য ডে

২৭ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটপ অব দ্য ডে

রোলাঁ গাঁরোয় জয়ে ফিরেছেন রজার ফেদেরার। চার বছর পর গতকালই তিনি প্রথম খেলতে নেমেছিলেন প্যারিসের লাল দুর্গে। সেই ফেরাটা রাঙিয়েছেন ইতালির লোরেনজো সোনেগোর বিপক্ষে অনায়াস জয়ে। প্রথম রাউন্ডের একতরফা লড়াইতে তিনি জেতেন সরাসরি ৬-২, ৬-৪, ৬-৪ গেমে। দ্বিতীয় রাউন্ডে সুইস তারকা খেলবেন জার্মানির অস্কার ওট্টেওর সঙ্গে।

মন্তব্যসাতদিনের সেরা