kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

তাঁদের চোখে

২৬ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেতাঁদের চোখে

সামান্য চিড় ধরা পড়েছে, আমি ভালো আছি। উদ্বেগের কিছু নেই। দুর্ভাগ্যজনকভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামতে পারব, এটা ভালো খবর।

ইংল্যান্ড অধিনায়ক

এউইন মরগান

 

এই দলটির অংশ হতে পারাটা অবিশ্বাস্য অনুভূতি। দলটি শুধু মহেন্দ্র সিং ধোনি কিংবা বিরাট-নির্ভর নয়। রোহিত শর্মা, শিখর ধাওয়ান, জাসপ্রিত বুমরাহর মতো আরো অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে।

ভারতের ব্যাটসম্যান

লোকেশ রাহুল

 

যেকোনো ক্রিকেটারই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখে। নিউজিল্যান্ড ক্রিকেট এবং দলের খেলোয়াড়দের জন্য এটা আনন্দের মুহূর্ত। ক্রিকেট খেলার জন্য ইংল্যান্ড আদর্শ জায়গা।

নিউজিল্যান্ড পেসার

ম্যাট হেনরি

 

অভিজ্ঞতা বিবেচনায় আমির ও ওয়াহাব রিয়াজকে দলে নেওয়া হয়েছে। ইংল্যান্ডে সাদা বলে কিভাবে বোলিং করতে হয় সেটা ভালোভাবে জানে রিয়াজ।

পাকিস্তান অধিনায়ক

সরফরাজ আহমেদ

 

গতবার শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছেছিলাম। ওটাকে প্রেরণা হিসেবে নিয়ে এবার আরো ভালো কিছুর প্রত্যাশায় আমরা।

নিউজিল্যান্ড ব্যাটসম্যান

রস টেলর

 

কোহলি একটু অন্য রকম অধিনায়ক। সব সময় উত্ফুল্ল থাকে ও। হৃদয়টা রাখে যেন জামার হাতায়।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি

অ্যালান বোর্ডার

মন্তব্যসাতদিনের সেরা