kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

গোল্ডেন শু মেসির

২৬ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগোল্ডেন শু মেসির

ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে লিওনেল মেসিকে এগিয়ে রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বীও ছিলেন ফরাসি এই তরুণ। গত পরশু ফ্রেঞ্চ লিগের শেষ ম্যাচে চার গোল করলে দুজন ভাগাভাগি করে নিতেন পুরস্কারটা। কিন্তু রেইমসের বিপক্ষে ৩-১ গোলে হেরেই গেছে পিএসজি। তাতে এক গোল এমবাপ্পের। ফ্রেঞ্চ লিগ ওয়ানে এই মৌসুমটা তাঁর শেষ হলো ৩৩ গোলে। আর লা লিগায় ৩৪ ম্যাচে মেসি ৩৬ গোল করে জিতলেন ইউরোপিয়ান গোল্ডেন শু। প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার মর্যাদার পুরস্কারটা জিতলেন বার্সেলোনার এই কিংবদন্তি।

সব মিলিয়ে এটা মেসির রেকর্ড ষষ্ঠ গোল্ডেন শু। দ্বিতীয় সর্বোচ্চ চারটি শিরোপা ক্রিস্তিয়ানো রোনালদোর। এবার মেসি গোল্ডেন শু জিতলেন ৩১ বছর ১১ মাস ২৫ দিনে। দ্বিতীয় সর্বোচ্চ বয়সে গোল্ডেন শু জেতার নজির এটা। ১৯৯০ সালে তাঁর চেয়ে এক মাস এক দিন বেশি বয়সে পুরস্কারটা জিতেছিলেন হুগো সানচেস। মার্কা

মন্তব্যসাতদিনের সেরা