kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

জুভেন্টাসে গার্দিওলা!

২৩ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজুভেন্টাসে গার্দিওলা!

ম্যানচেস্টার সিটির হয়ে কদিন আগেই জিতেছেন প্রিমিয়ার লিগ। এফএ কাপ ও লিগ কাপ জিতে পূরণ করেছেন অনন্য ট্রেবল। অধরা চ্যাম্পিয়নস লিগটা তবু ধরা দেয়নি পেপ গার্দিওলার হাতে। নতুন চ্যালেঞ্জ নিতে এ জন্যই হয়তো ম্যানসিটি ছাড়ছেন তিনি। গুঞ্জন ছিল ম্যানসিটি ছেড়ে জুভেন্টাসে যোগ দিচ্ছেন গার্দিওলা। গতকাল ইতালিয়ান রেডিও ‘স্পোর্তিভা’ জানিয়েছে—জুভেন্টাসের পরিচালকদের সঙ্গে দেখা করেছেন এরই মধ্যে। দুই পক্ষের নাকি হয়ে গেছে চার মৌসুমের চুক্তিও! বার্সেলোনায় লিওনেল মেসি প্রস্ফুটিত হয়েছেন গার্দিওলার হাত ধরেই। ছাপিয়ে গেছেন ক্রিস্তিয়ানো রোনালদোকে। ‘স্পোর্তিভা’র খবর সত্যি হলে মেসির পর এবার রোনালদোরও কোচ হতে চলেছেন গার্দিওলা। গোলডটকম জানিয়েছিল, মাসিমিলিয়ানো আলেগ্রির জায়গায় হোসে মরিনহোকে পছন্দ রোনালদোর। শেষ পর্যন্ত গার্দিওলা দায়িত্বে এলে রোনালদোর সঙ্গে রসায়নটা কেমন হয় সেটাই দেখার। এএস

মন্তব্যসাতদিনের সেরা