kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

নাইবের সন্তুষ্টি

২৩ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাইবের সন্তুষ্টি

আসগর আফগানের বদলে হঠাৎ নেতৃত্ব পেয়েছিলেন গুলবাদিন নাইব। এ নিয়ে বিতর্ক কম হয়নি। তাঁর নেতৃত্বে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ে আফগানিস্তান। বিশ্বকাপ প্রস্তুতিতে হেরে বসে আয়ারল্যান্ডের কাছে। তবে গত পরশু সিরিজের দ্বিতীয় ম্যাচে পেয়েছে ১২৬ রানের বড় জয়। মোহাম্মদ শাহজাদের ১০১, রহমত শাহর ৬২ ও নাজিবুল্লাহ জাদরানের ৬০-এ আফগানিস্তান থামে ৭ উইকেটে ৩০৫ রানে। জবাবে আয়ারল্যান্ড গুটিয়ে যায় ১৭৯-তে। অধিনায়ক গুলবাদিন নাইব ৪৩ রানে ৬ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন আইরিশদের। দুটি প্রস্তুতি ম্যাচের পর নাইবের সন্তুষ্টি, ‘সিরিজটার আদর্শ সমাপ্তি হয়েছে। আগের ম্যাচে ওরা জিতেছিল, এবার আমরা ওদের হারালাম। সামনেই ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। আদর্শ প্রস্তুতি হলো আমাদের।’ ক্রিকইনফো

মন্তব্যসাতদিনের সেরা