kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

আর্চারের চাওয়া

২৩ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআর্চারের চাওয়া

গাড়ি চালাচ্ছিলেন জোফ্রা আর্চার। তখনই ইংলিশ নির্বাচক এড স্মিথের ফোন। বিশ্বকাপ দলে থাকার সুখবরটা দিলেন আর্চারকে। বার্বাডোজে জন্ম নেওয়া ২৪ বছর বয়সী এই তরুণ এখন স্বপ্ন দেখছেন বিশ্বকাপ মাতানোর। তাঁর লক্ষ্য সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির উইকেট, ‘বিশ্বকাপে বিরাট কোহলিকে আউট করতে চাই। আইপিএলে ওকে আউট করার সুযোগ পাইনি কারণ আমাদের এক লেগ স্পিনার ওকে দুইবার আউট করেছিল। এবারের বিশ্বকাপে বেশি করে চাই কোহলির উইকেটটা।’ বাবার জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিক আর্চার। কাউন্টি ক্রিকেটে নির্ধারিত পাঁচ বছর খেলার কোটা পূরণ করে ইংল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন এ বছরের মার্চে। কদিনের ব্যবধানেই বিশ্বকাপ দলে। সব কিছু স্বপ্নের মতোই ঘটে চলেছে আর্চারের জীবনে। ডেভিড উইলি বাদ পড়ায় দলে বিদ্রোহ নেই বলে নিশ্চিত করেছেন এই তরুণ, ‘সবাই উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন আমাকে।’

এদিকে বাদ পড়ার সিদ্ধান্তটা ক্রীড়াসুলভ মানসিকতাতেই নিয়েছেন ডেভিড উইলি। হৃদয় ভেঙে যাওয়ার কথা বললেও সবার জন্য শুভ কামনা জানালেন এই পেসার, ‘আর কী-ই বা বলতে পারি। হৃদয় ভেঙে গেছে। এখনো শতভাগ পাশে আছি সতীর্থদের। সব কিছু ইতিবাচক হিসেবে দেখছি।’ বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা